রাতদিন ওয়েবডেস্ক : ফের বিষমত খেয়ে মৃত্যু! ছাপড়ার কয়েকটি গ্রামে মদ খেয়ে মৃত্যু হল অন্ততপক্ষে ৩৮ জনের। জানি বিহার বিধানসভায় শোরগোল পড়ে গেল। বিহারে অনেকদিন আগেই কোনরকম মাদক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার মাঝে মদ খেয়ে এতজনের মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে অনেক।
বিহার বিধানসভার অন্তগত ছাপড়ার কয়েকটি গ্রামের বাসিন্দারা স্থানীয় মদ খেয়ে প্রাণ হারান। ঘটনাটিতে এত বড় শোরগোল পড়ে মে দিল্লিতে রাজ্যসভার অধিবেশনেও ব্যাঘাত করতে দেখা যায় বিহারের বিজেপি সদস্যদের তরফ থেকে। যদিও এই সিদ্ধান্তে অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ নিতিশ কুমার। তিনি ঘটনাটির পরিপ্রেক্ষিতে বলেন, "মদ খেলে মরতে হবে সাফ কথা । মানুষকে সচেতন হতে হবে। আপনারা ক্ষতিপূরণ দিতে বলছেন? কিন্তু কিসের ক্ষতিপূরণ? বরং তারা দেখুক আইন ভেঙ্গে বিষমত খাওয়ার পরিনামটা কি?"


 
 
 
 
 
