Type Here to Get Search Results !

ক্লাসে নেই শিক্ষক, বন্ধের পথে উচ্চ প্রাথমিক স্কুলগুলি

 রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যজুড়ে  হয়ে চলা এসএসসি (SSC)ও নিয়োগ দুর্নীতির মাঝে স্কুলগুলি বন্ধের খবর আসছে  গ্রাম কেন্দ্রিক অঞ্চলগুলি থেকে। শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলিতে শিক্ষক হীন হয়ে পড়ে রয়েছে চেয়ার টেবিল।দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় ও পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের সহরমুখী বদলি ফলস্বরূপ তালাপুরতে চলেছে উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সুশান্ত ঘোষের অভিযোগ , প্রায় ১৪৩৩৯ শূন্য পদে একজনেরও নিয়োগ করা হয়নি। অথচ শিক্ষকের অভাবে স্কুলগুলি প্রায় বন্ধের পথে। 

যানবাহনের অসুবিধের জন্য এবং পর্যাপ্ত পরিমাণে সুযোগ-সুবিধে না থাকার জন্য অনেক শিক্ষক শিক্ষিকারা গ্রাম থেকে শহরমুখী বদলির জন্য আবেদন করেছেন এবং অনেকেই বদলিও হয়েছে। যার ফলে গ্রাম গঞ্জের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে তৈরি হয়েছে শিক্ষকের অভাব। বহু গ্রামে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল নেই স্কুল যেতে কয়েক কিলোমিটার হাটতে হয় ছেলেমেয়েদের। সেক্ষেত্রে স্কুল ছুট যাতে না হয় তাদের কথা ভেবেই উচ্চ প্রাথমিক স্কুলগুলি তৈরি করা হয়েছিল। কিন্তু গ্রামীণ এলাকায় এই ধরনের স্কুলগুলিতে বর্তমানে শিক্ষকের অভাব দেখা দিয়েছে। অনেকেই বদলি করে নিজেদের শহরমুখী করেছেন। তাতে অবশ্য গ্রাম-গঞ্জের ছাত্র-ছাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

কেন নেই নিয়োগ এই নিয়েও উঠছে হাজার এক প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তরে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের (SSC) এক কর্তা জানিয়েছেন "উচ্চ প্রাথমিকের নির্ভুল মেধাতালিকায় আদালতের জমা দেওয়ার কাজ চলছে "। বীরভূমের লাভপুর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক শরিফুল মোল্লা জানান শিক্ষকের অভাবে তার এলাকায় তিনটি উচ্চ প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও মালদা ও বীরভূমের মতো জেলায় প্রায় বন্ধের পথে এই উচ্চ প্রাথমিক স্কুলগুলি। শিক্ষকদের অভাবের জন্য সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকেরাই এই কাজ করছিলেন মাসিক ৫ থেকে ৭ হাজার বেতনের মধ্যে কিন্তু এত কম বে তো নেই কেউ আর সেই কাজ করতে চাচ্ছেন না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad