রাতদিন ওয়েবডেস্ক : মোদির চোখে চেনা চশমা, কটাক্ষ কংগ্রেসের । সীমান্তবর্তী এলাকায় চীনের আগ্রাসন নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ বিরোধী কেন্দ্রীয় দল কংগ্রেসের। তাদের অভিযোগ দেশের প্রধানমন্ত্রী সবকিছু জানা সত্ত্বেও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না চীন সীমান্তে। এর পাশাপাশি সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার জন্য প্রতিবাদে সরব হয়ে সাংসদ কক্ষ ছাড়তে বাধ্য হল কংগ্রেসের নেতারা।
চীনের আগ্রাসন নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার বিভিন্ন কৌশল বেছে নিয়েছেন নরেন্দ্র মোদি সরকার। তা দেখে সংসদে মোদির বিরুদ্ধে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খগড়ে কটাক্ষ করেন, ভারতীয় সংসদে কি চীনের বিরুদ্ধে বলার অনুমতি নেই? গত সোমবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের চীন সেনা সীমান্ত অনুপ্রবেশ নিয়ে সংসদে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হলো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রীকে। পরপর দুদিন সরকারের বিরুদ্ধে চীনের আগ্রাসন নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ায় ওয়াক আউট করে প্রতিবাদ জানান কংগ্রেস সাংসদেরা । খগড়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন" মনে হচ্ছে মোদি সরকার যে লাল চক্ষু দেখিয়ে থাকেন সেই চোখে চীনের চশমা পড়ে নিয়েছেন"। এর পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন,"ভারতের সংসদে কি চীনের বিরুদ্ধে বলার অনুমতি নেই?" যদিও শাসক শিবিরের দাবি চীন প্রসঙ্গে রাজনাথ সিং যা বলার বলে দিয়েছেন এই নিয়ে অযথা বিতর্ক অর্থহীন।


 
 
 
 
 
