রাতদিন ওয়েবডেস্ক : এবার তামাকমুক্ত সুস্থ ভবিষ্যতের পথে হাঁটতে চলেছে প্রশান্ত মহাসাগরীয় ব দ্বীপ দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পার্লামেন্টের তরফ থেকে সম্পূর্ণরূপে তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী বছর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তামাকজাত বস্তু নিষিদ্ধ করার উদ্দেশ্যে যে আইনটি পাস করা হয়েছে তার অর্থে নিউজিল্যান্ডে ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারী কেউই আর সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবে না।
সম্পূর্ণরূপে নিষিদ্ধ না করে কিছু কিছু করে প্রতিবছর তামাক কিনতে সক্ষম বা অনুমতি আছে এমন লোকের সংখ্যা সংকুচিত হবে বলে জানানো হয়েছে। অনুমান করা যায় ২০৫০ সালের মধ্যে ৪০ বছর বয়সীরা সিগারেট কেনার জন্য খুব কম বয়সী বলে নির্বাচিত হবে।সাত হাজার ব-দ্বীপের সম্মিলিত এই দেশটি দেশের নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে এবং ধূমপান মুক্ত ভবিষ্যতের দিকে এগোতে এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে। তাতে অবশ্য হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে এবং স্বাস্থ্যকর জীবন যাপন করবেন বলে মনে করেছেন নিউজিল্যান্ডের ডক্টর ভেরাল আর ও।
নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বৃষ্টির পার্লামেন্টে এই বিলটি উত্থাপন করেছিলেন এবং তিনি বলেন এই আইন ধূমপান মুক্ত ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ। অনুমান করে দেখা গেছে ধূমপান মুক্ত নিউজিল্যান্ডে তামাক জাতীয় দ্রব্য নিষিদ্ধ করার ফলে বহু মানুষ স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবে এবং ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসার প্রয়োজন হবে না যার ফলে স্বাস্থ্য ব্যবস্থায় পাঁচ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বাচাতে পারবে নিউজিল্যান্ড সরকার।

