রাতদিন ওয়েবডেস্ক: পাঠান ছবির গান নিয়ে বিতর্ক। দীর্ঘ চার বছরের বিরতির পর ফের বলিউড পর্দায় আসতে চলেছেন বাদশা শাহরুখ। সঙ্গে থাকছেন বলিউডের মাস্তানি দীপিকা। সম্প্রতি মুক্তি পেতে চলেছে শাহরুখ ও দীপিকার পাঠান ছবি। সেই ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকে বিতর্কে জড়িয়েছে ছবিটি। সোশ্যাল মিডিয়া জুড়ে পাঠান ছবির 'বেশরম রং' গানটি মুক্তি পাওয়ার পর গানটিতে দীপিকার পোশাক ও দৃশ্যায়ন গানের অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছেন উভয়। গানটির বিরোধিতা করেছেন কট্টর পন্থীরা। তাদের দাবি গেরুয়া পোশাক পড়ে শাহরুখের সঙ্গে অন্তরঙ্গভাবে নেচে হিন্দু ধর্মের অবমাননা করেছেন অভিনেত্রী দীপিকা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পাঠানের নির্মাতাদের গানটির পোশাক ও কিছু লাইন পরিবর্তন করতে বলেছেন।
এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গানটিতে নায়িকার পোশাক আপত্তিকর এবং গানের চিত্রায়নের পেছনে যে দূষিত মন রয়েছে তা প্রতিটি লাইনের স্পষ্ট রয়েছে। এছাড়াও তিনি জানান যে এন ইউ বিক্ষোভে যখন দীপিকা পাড়ুকোন গিয়েছিলেন তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি টুকড়ে টুকরে গ্যাঙের সমর্থক। তাই নির্মাতাদের উদ্দেশ্যে অনুরোধ করে গানের দৃশ্যায়ন এবং পোশাক সংশোধন করার দাবি জানিয়েছেন।। এর পাশাপাশি তিনি বলেছেন যদি পরিবর্তন না করা হয় তাহলে ছবিটির মধ্যপ্রদেশে মুক্তি পাবে না। গানটির বিতর্ক শুরু হলেও পাঠান ছবির প্রচারে কোন ক্ষান্তি রাখছেন না প্রডিউসার ও শাহরুখ। প্রাক ম্যাচ কভারেজে ফিফার ফাইনালে অফিশিয়াল ভাবে পাঠান ছবির প্রমোশন করতে চলেছেন বলিউড বাদশা।

