রাতদিন ওয়েবডেস্ক: অপরাধ কফি বিক্রি! অপরাধ অনেক রকম হয় কিন্তু কফি বিক্রি করে অপরাধের জেরে জেল খাটতে দেখা গেল উত্তর কোরিয়ার এক প্রবাসী ব্যক্তিকে। ঘটনাটি শুনতে হাস্যকর মনে হলেও ঠিক এমনটি ঘটেছে উত্তর কোরিয়ার। বিশ্বের কড়া নিয়মের ধরা বাধা দেশগুলির মধ্যে উত্তর কোরিয়ার নাম সবার আগে উঠে আসে। যেখানে সাধারণ মানুষের স্বাধীনতা বলতে তেমন কিছু থাকে না।
বিশ্বখ্যাত এই নিয়ম বাধা দেশে ৮ কোটি টাকার বেশি মূল্যের স্ট্রবেরি মিল্ক এবং কফি বিক্রি করার জন্য সিঙ্গাপুরের নিবাসী এক ব্যক্তিকে জেল হেফাজতে রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তির নাম ফুয়া সেজে হি।
বছর ৫৯ এর ওই পৌর একটি পানীয় প্রস্তুতকারী সংস্থার প্রাক্তন ম্যানেজার। কর্মসূত্রে তিনি উত্তর কোরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত ছিলেন বেশ কিছু বছর ধরে। পানীয় প্রস্তুতকারী ওই সংস্থার প্রাক্তন ম্যানেজার 8 কোটি টাকার বেশি মূল্যের স্ট্রবেরি মিল্ক কফি বিক্রি করার জন্য উত্তর কোরিয়ার গভর্মেন্টের থেকে দোষী হিসেবে সাজা প্রাপ্ত হয়। সূত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে এবং ওই ব্যক্তিকে পাঁচ সপ্তাহের জন্য কারাদন্ডে রাখা হয়েছে।

