রাতদিন ওয়েবডেস্ক : মেঘালয় সফরে গিয়ে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার স্কিমের অনুরূপ 'উই কার্ড' বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ দিনের মেঘালয়ের সফরে গিয়ে মেঘলা রাজ্যের মহিলাদের মন জয় করে নিয়েছে তিনি। উই কার্ড আসলে গোলাপি রঙের মেয়েদের আর্থিক সুবিধের জন্য করা একটি স্কিম। জি কার্ডের প্রতি মাসে মাথাপিছু এক হাজার টাকা করে পেতে পারেন গ্রাহকরা। গ্রাহকদের তালিকায় রয়েছে গৃহবধূ থেকে শুরু করে একা মা মহিলা কর্মী স্বামীহারা অবিবাহিতসহ সকলেই। অর্থাৎ রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই মহিলাদের আর্থিক সুবিধার্থে চালু করা হয়েছে উই কার্ড ।
সকলের মন জিততে এবং আগামী ভোটের জন্য সর্বসাধারণের হাতে তুলে দিচ্ছেন এমন আকর্ষণীয় প্রকল্পটি। মমতার পাঁচ দিনের সফরের মধ্যে রাজ্য সভাপতি চালস পিং রোপের সহায়তায় ২৪ ঘন্টায় তৃণমূলের উপর আস্থা রেখে দু হাজারেরও বেশি মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
মেঘালয়ের মত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতার রাহুল গান্ধী ও পাঞ্জাব হিমাচল ভোটে ও গুজরাটে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সফর শেষে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে বিমানবন্দরে থেকেই টুকটাক কেনাকাটা সেরে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি মেঘালয় সফরের স্মৃতিচারণ করে তার দলের বিরোধী দলনেতা মুকুল সাংমা রাজ্য সভাপতি চার্লস ও সহ-সভাপতি জেমস সালমার সঙ্গে ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা সেরে ফেলেছেন। প্রশংসা করেছেন সকলের ভালোবাসার এবং মেঘালয়ের উন্নয়নের জন্য নিজেকে সড়ক করে দেওয়ার আশ্বাসও জানিয়েছেন।

