রাতদিন ওয়েবডেস্ক : এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সুবিরেশ ভট্টাচার্যের জামিন নিয়ে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগসিক ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হলে তা আপাতত স্তব্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে টেট ও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে গ্রেফতার করেছিল সিবিআই।
সেপ্টেম্বরের ১৯ তারিখে প্রথম নিজাম প্যালেসে তাকে তলব করে সিবিআই। পরে দুমাস কেটে গেলেও আদালতের তরফ থেকে সুবীরেশের পক্ষে নির্দোষ প্রমাণ না পাওয়ায় আপাতত জামিন দেবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতা কোর্টে জামিনের আবেদন করলে সিবিআই এর কাছে একাধিক প্রশ্ন তুলে রিপোর্ট চায় হাইকোর্ট।
হাইকোর্টের তরফ থেকে জানানো কি হয়েছে দুর্নীতির তদন্ত কি পর্যায়ে রয়েছে তদন্ত শেষ করতে আর কতদিন লাগবে এছাড়াও সুবিরেশ কে জেল হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে কিনা দুর্নীতিতে তার ভূমিকা কতটা এই সমস্ত বিষয় নিয়ে সিবিআই এর কাছে প্রশ্ন তুলে ধরে হাইকোর্ট । শিবিরের তরফ থেকে জানানো হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সুবিন্যাসের তরফ থেকে কোন সহযোগিতা না পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

