রাতদিন ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীরে দু দশক ধরে হয়ে আসা কাশ্মীরি পন্ডিতদের ওপর অত্যাচার কিছুটা লাঘব করা গেলেও পুনরায় পন্ডিত খুনের হুমকি দিয়েছে কাশ্মীর মধ্যস্থ জঙ্গি সংগঠনগুলি। গত কয়েক বছর ধরে কাশ্মীরি পণ্ডিতদের বেছে বেছে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছিল উপত্যাকারী জঙ্গি সংগঠন গুলির বিরুদ্ধে। ফির আরো একবার পন্ডিতের নিশানা করল উপত্যকার আরেক নতুন জঙ্গিগোষ্ঠী 'কাশ্মীর ফাইট'।
কাশ্মীর ফাইট সদ্য হওয়া একটি উপত্যকার সক্রিয় নয়া জঙ্গি সংগঠন। যাদের মূল লক্ষ্য কাশ্মীর থেকে পন্ডিতদের সাফ করা। কাশ্মীরে পণ্ডিত এবং সরকারি কর্মচারীদের খুনের হুমকি দিল উপত্যকার এই জঙ্গি সংগঠনটি। বুধবার জম্বু কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর মন সিনহা কাশ্মীর উপত্যকার ঘরছাড়া পন্ডিতদের জন্য বারামুলা এবং বন্দি পরুয়া নির্মাণীয় দুটি ট্রানজিট কলোনী পরিদর্শনে গিয়েছিলেন। তারপরেই পন্ডিতদের খুনের হুমকি দিয়েছে এই জঙ্গি সংগঠনটি। তারা ঘর ছাড়া কাশ্মীরি পণ্ডিতদের আশ্রয় শিবিরটিকে কবরখানা বানানোর হুমকি দিয়েছেন। তাদের অভিযোগ শরণার্থী পন্ডিতদের আশ্রয়স্থল তৈরীর নামে ইসরাইলি কৌশল নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা মোদি সরকারের আমলে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরিভাবে আগাগোড়া থেকে সাফ করা যায়নি লস্কর ই তৈবা, জোশ ই মুহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলি। এই জঙ্গি সংগঠনগুলির থেকে তৈরি হয়েছে নতুন সংগঠন কাশ্মীর ফ্রিডম ফাইটার ও কাশ্মীর টাইগার নামে নতুন জঙ্গি সংগঠনগুলি। এবারে তাদের নিশানায় ঘর ছাড়া কাশ্মীরি পন্ডিতরা।

