রাতদিন ওয়েবডেস্ক : কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কোন না কোন অভিযোগ ও মন্তব্য শোনা যায়। কিন্তু মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্যে এবার শোরগোড় পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের ওই কংগ্রেস নেতা একটি উক্তিতে বলেছেন সংবিধান রক্ষা করতে গেলে মোদিকে মেরে ফেলতে হবে। এই বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া একটি সভাতে বিজেপি সরকারের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করতে গিয়ে বলেছেন ভারতের সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে। সেই সংবিধান রক্ষা করতে হলে মোদিকে মেরে ফেলতে হবে। মন্তব্যের পরেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ঘটনাটির বিরুদ্ধে পুলিশের কাছে এফ আই আর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। ঘটনাটির পক্ষে সাফাই দিয়ে কোন লাভ হয়নি কংগ্রেস নেতা রাজা পাটেরিয়ার।
ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে ছোট একটি জনসভা করার সময় মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ও জাতি ধর্ম ভাষা সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করেন। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে মারার হুমকি দেন। যদিও নিজের পক্ষে তিনি বলেছেন "হত্যা শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছি পরাজিত করতে হবে মোদিকে। আমি নিজে মহাত্মা গান্ধী আদর্শ মেনে চলি তাই হিংসাত্মক মনোভাবের কথা মনেও করতে পারিনা। নির্বাচনে প্রধানমন্ত্রী কে হারিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে সে কথাই আমি বলতে চেয়েছি"। তবে তাতে কোন লাভ হয়নি বিজেপি নেতারা ক্ষুব্ধ হয়ে কংগ্রেস নেতার শাস্তির দাবি জানিয়েছেন।

