রাতদিন ওয়েবডেস্ক : ৯৫ ঘন্টার বেশি অনশন চালিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ক্রিটিকাল কেয়ারের ইউনিটে ভর্তি হন অনশনকারী কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়া, ঋতম মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজে হওয়া অনশন আন্দোলনে কেটে গেছে প্রায় ছয় - সাত দিন। এখনো পর্যন্ত পড়ুয়াদের দাবি না মানায় অনশন থেমে থাকে না। অনুষ্ঠান চলাকালীন ঋতম মুখোপাধ্যায় নামে কলেজ পড়ুয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি হন। চিকিৎসকরা জানায় রক্তচাপ কমে যাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
কয়েকদিন ধরে চলা অনশনে পড়ুয়াদের পাশে দাঁড়াতে কনভেনশনের ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কিন্তু হাসপাতালের মধ্যে অনশন চলাকালী ন সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীর পরিবারদের। বেশ কয়েকদিন আগে তা নিয়ে ঝামেলা সৃষ্টি হয় কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা বিভাগের কর্মরত স্টাফেদের সাথে। শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেনা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিব কিন্তু তারপরেও কোনো রকম জটিলতা না কাটায় অনশন চলতে থাকে।
মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হয় এবং আলোচনার পর কোন সমাধান পাওয়া যাবে কিনা তার দিকে তাকিয়ে বসে আছেন আন্দোলনরত পড়ুয়াসহ চিকিৎসকরা। কলকাতা মেডিকেল কলেজে ও হাসপাতালে চলা দীর্ঘদিনের অনশনে অসুবিধের মুখে পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারদের।

