Type Here to Get Search Results !

২ কিলোমিটার পায়ে হেঁটে পুরির মন্দিরে পূজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু



রাতদিন ওয়েবডেস্ক :  ভারতের সংবিধানের সবচেয়ে বড়ো পদে থাকা মানুষটি সাধারণ মানুষের মতোই পুরীর মদিরে ২ কিমি হেঁটে গিয়ে পুজো দিলেন। ভিআইপি নিরাপত্তা, গাড়ি  এসব সরিয়ে ভক্তদের সাথে লাইনে দাড়িয়ে পুরীর মন্দিরে দাড়িয়ে পুজো দিলেন তিনি।


   

   আলাদা করে কোনো সুযোগ-সুবিধা নেননি। শুধুমাত্র তিনি আসবেন বলে নিরাপত্তার খাতিরে ব্যারিকেট ও দেহরক্ষী রাখার ব্যবস্থা ছিল। সেখানে ৩  কিলোমিটার হেঁটে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছলেন সাধারণ পুন্যাথীর  মতোই। পরনে ছিল উড়িষ্যার ঐতিহ্যবাহী সম্বল্পুরি সিল্কের শাড়ি। রাস্তার দুপাশে থাকা জমায়েত জনতার প্রতি নমস্কার করেন ছোট স্কুল ছাত্রীদের সঙ্গে হাত মেলান।


    দর্শন শেষে রাজ পরিবারের সাথে   মহাভোগ উপভোগ করেন। এবং পরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও রাজ্যপাল গণেশ লালের সাথে দেখা করেন। মন্দির কর্তৃপক্ষ জানান রেজিস্টার বুকে প্রেসিডেন্ট লিখেছেন "মন্দিরের পবিত্র গর্ভগৃহে দেবতা দর্শন করে খুব খুশি। দেশের কল্যাণের জন্য পুজো দিয়েছি।১৫ মিনিট ধরে প্রার্থনা করেছি"। পুরী দর্শন করে খুব খুশি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad