রাতদিন ওয়েবডেস্ক : এলন মাস্ক আগেই ঘোষণা করেছেন, এবার থেকে যারা নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট হিসাবে টুইটার ব্যবহার করতে চান, তাদের নামের পাশে ব্লু টিক পেতে হলে এবার জন্য মাসে প্রায় আট ডলার (প্রায় ৭০০ টাকা) দিতে হবে। আর এই নিয়ম জারি হবে ভারতেও।যে ইউজাররা ট্যুইটার ব্লু-তে সাইন আপ করবেন, তাঁরা যাচাই না করেই 'ব্লু টিক' পাবেন। মাইক্রোব্লগিং সাইটের নতুন মালিক এলন মাস্ক বলেছেন, এই ইউজারদের প্রোফাইল রিচ ও ডিসপ্লে-র ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলে। ভেরিফায়েড ব্যাজের জন্য মাসিক চার্জ চালু করার কৌশলে বিশ্বব্যাপী ইউজারদের মেরুকরণ করেছে ট্যুইটার। নয়া মালিক হওয়ার পর থেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। যা এই জায়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমটির কাজের ওপর প্রভাব ফেলেছে। বুধবার এসব সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে মাস্ক এক ট্যুইটে ঘোষণা দেন, আগামী মাসগুলোতে ট্রায়াল-এন্ড-এরর -এর জন্য অনেক ভুলভাল কাজ দেখা যেতে পারে এই মাইক্রোব্লগিং সাইটে। এলন মাস্ক এর মালিকানার পর থেকে একের পর এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভেরিফায়েট অ্যাকাউন্টে মাসে আট ডলারের নিদান থেকে শুরু করে প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই কী না করছেন তিনি। এমনকী সপ্তাহে সাত দিন ১২ ঘণ্টার শিফটে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মচারীদের ‘ওভারটাইম বেতন অথবা কম সময় অথবা কাজের নিরাপত্তা’ সম্পর্কে কোনও আলোচনা ছাড়াই অতিরিক্ত ঘন্টা কাজ করতে বলা হয়েছে।
টুইটারে ব্লু টিক পেতে ভারতীয়দের এবার কত খরচ করতে হবে? জেনে নিন
November 11, 2022
0
Tags
