রাতদিন ওয়েবডেস্ক :
কপিল শর্মা রিয়ালিটি শো-তে লোক হাসাতে পারেন এটা সবারই জানা। তাই বলে অভিনয়টাও কি ভালো হবে কপিল শর্মার দ্বারা, এমনটাই সন্দেহ প্রকাশ করেছিলেন অভিনেত্রী সাহানা গোস্বামী।তার আগে এক সাক্ষাৎকারে সাহানা বললেন, সে এর আগে নন্দিতা দাসের সঙ্গে ‘ফিরাক’এ কাজ করেছে। ‘জ্বিগাতো’ তাঁর সঙ্গে তার দ্বিতীয় ইনিংস ছিল । তারা দুজনে একসঙ্গে কাজ করতে ভালোবাসে। দারুণ অভিনেত্রী হিসাবে নন্দিতার সঙ্গে কাজ করতেও খুব ভাল লাগে সাহানা গোস্বামীর।
যখন কপিলের সঙ্গে দেখা হলো সাহানা গোস্বামীর। কপিল শরমা বোঝালেন ঘাবড়াবার কোনও কারণই নেই। শুধু পারবেন না, নিখুঁত ভাবে পারবেন। কারণ কপিলের দাবি, তিনি এক জন সৎ মানুষ। ছোট থেকে থিয়েটারও করেছেন। তার সত্যিই ভাল লেগেছে কপিলের সঙ্গে কাজ করতে। ভাল অভিনেতা তিনি, সত্যিই
