Type Here to Get Search Results !

Gatchora : এবার মিস্টার ডির বুকে ত্রিশূল থেকে সাক্ষাৎ জগদ্ধাত্রী রূপ হয়ে উঠল খড়ি!



বর্তমানে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকে খড়ি এবং ঋদ্ধির রসায়ন দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি।‌ ধারাবাহিকে দেখানো হয় খড়ি একজন আত্মাভিমানী এবং আত্মসম্মানী মেয়ে , যে নিজের পরিবার এবং দায়-দায়িত্ব সম্পর্কে ভীষণভাবে সচেতন।
প্রসঙ্গত যেখানে ঋদ্ধির সাথে বিয়ে হ‌ওয়ার কথা ছিল খড়ির বড় বোন দ্যুতির, সেখানে ভাগ্যচক্রে ঋদ্ধির বিয়ে হয়ে যায় খড়ির সাথে। প্রথমদিকে ঋদ্ধি খড়িকে পছন্দ না করলেও পরে খড়িকে ভালোবেসে ফেলে ঋদ্ধি। সম্প্রতি দুজনের মধ্যে একটা মান অভিমানের ট্র্যাক শুরু হয়েছে কারণ খড়ি ঋদ্ধিকে ভুল বুঝেছিলো তার জেঠুর মৃত্যুর পিছনে ঋদ্ধির হাত আছে ভেবে। এরপর ঋদ্ধিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এই ধারাবাহিকে যে প্রোমোটি দিয়েছে তা রীতিমত তাজ্জব হয়ে যাওয়ার মতোই প্রোমো। সেই প্রোমোতে দেখা যাচ্ছে খড়ির শ্বশুরবাড়িতে জগদ্ধাত্রী পুজো হবে আর সেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন খড়ি করছে একা হাতে। এই সময় সেখানে এসে হাজির হয় মিস্টার ডি, সে এই পুজো তছনছ করে দিতে চায় কিন্তু তখন খড়ি মা দুর্গার ত্রিশূল নিয়ে তাকে আটকায় এবং জানায় তার শ্বশুরের ভিটেতে সে জগদ্ধাত্রী পুজো করবেই, কেউ তাকে আটকাতে পারবে না।
মিস্টার ডি সিংহরায় বাড়ি তে আসে জগদ্ধাত্রী পুজো ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে আর ঠিক সেই মুহূর্তে ঋদ্ধি মেজকা বলে ডি এর কাছে গেলে ডি কোনো কিছুর তোয়াক্কা না করে ঋদ্ধি কে ছিটকে ফেলে দেয়! আর ঋদ্ধি খড়ির কাছে গিয়ে পড়ে! আর ঠিক সেই মুহূর্তে খড়ি তার দিকে ত্রিশূল তুলে এগিয়ে যায়!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad