এই মুহূর্তে টলিউডের একজন অন্যতম জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী শুধুমাত্র অভিনেত্রী নয় বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ সংসদ ও বটে। যাদবপুর লোকসভা কেন্দ্রের হয়ে ভোটে দাঁড়ান মিমি।
প্রসঙ্গত গত শুক্রবার সাংসদ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। সম্প্রতি মিমি ভাঙড় ১ ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও ভাঙড় ২ ব্লকের জিরেনগাছা ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর প্রথমবার তিনি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে প্রাতিষ্ঠানিক প্রসব নিয়ে উষ্মা প্রকাশ করেন সাংসদ।
সম্প্রতি বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, ব্লক হাসপাতালে অধিকাংশ সময় প্রসূতি মায়েদের অন্যত্র রেফার করে দেওয়া হয়। এর ফলে অনেক মা প্রসবযন্ত্রণা নিয়ে অন্য হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই সন্তান প্রসব করে ফেলেন। সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে বলে তাঁরা দাবি করেন। এই সমস্ত ঘটনা জানার পর মিমি নিজে পাঁচ জন টিবি আক্রান্ত রোগীকে দত্তক নেন। বিডিও দীপ্যমান মজুমদার দু’জন রোগীকে দত্তক নেন। তৃণমূল নেতা কাইজার আহমেদ দু’জনকে এবং পঞ্চায়েত প্রধান শামসুল আলম ২ জন টিবি আক্রান্ত রোগীকে দত্তক নেন। মিমি চক্রবর্তী অন্যান্য জনপ্রতিনিধিদের অনুরোধ করে এই কাজে এগিয়ে আসার জন্য।
