এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যুগ আর ৮ থেকে ৮০ সকলের হাতে স্মার্টফোন রয়েছে। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া কমবেশি অ্যাক্টিভ থাকেন। আর এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে পড়ে যা আমাদের প্রত্যেকেই অবাক করে দেয়।
প্রসঙ্গত বর্তমানে এখন ঘরে ঘরে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটার রয়েছে। প্রত্যেকটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে কেউ রান্নার ভিডিও, কেউ নিজেদের প্রতিভার ভিডিও, কেউ আবার নানান ধরনের মজার মজার ভিডিও আপলোড করতে থাকে। এক কথায় এখন ঘরে ঘরে ইউটিউবার রয়েছে। সেরকমই একজন জনপ্রিয় ইউটিউবার হলেন স্যান্ডি সাহা।
সম্প্রতি স্যান্ডি সাহা হলেন ইউটিউবারদের মধ্যে বিশেষ জনপ্রিয়। তার ভিডিও দর্শকদের হাসিয়ে থাকে নিত্যদিন। তার অদ্ভুত কর্মকাণ্ড দেখে দর্শকেরা সত্যি অবাক হয়ে যান। সম্প্রতি স্যান্ডি সাহা এবং রানু মন্ডল এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবিতে এক একজন এক এক ধরনের মন্তব্য করেছেন। একজন লিখলেন, ‘হানিমুনে দুজনে রানাঘাট স্টেশনে বাটি নিয়ে বোসো। দারুণ মানাবে তোমাদের।’ অন্যজন লিখলেন, ‘ভালোই মানিয়েছে। বলা যায় একেবারে দেবা-দেবীর জুটি। একদম পারফেক্ট।’
