Type Here to Get Search Results !

Ekka Dokka : এক্কা দোক্কার নতুন এপিসোড নিয়ে উঠেছে প্রশ্ন!





বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা। এই ধারাবাইকে কিছুদিন আগেই রাধিকা পোখরাজের বিয়ে হয়েছে। যদিও পরিবারের কেউ এই বিয়ের স্বপক্ষে নেই। কারণ পোখরাজের বাড়ির কেউ রাধিকাকে পছন্দ করে না তাই রাধিকার কাছে শ্বশুর বাড়ি মূলত জেলখানা হয়ে উঠেছে। 
তবে সেই রাধিকা বুদ্ধি করে আলাদা করে ভোগের রান্না সরিয়ে রেখেছিল বলে, সে যাত্রা সে উতরে যায়। কিন্তু এরপর দেখা যায় রাধিকাকে তার দুই ননদ মেকআপ করাচ্ছে এবং তারা দুজনে ইচ্ছাকৃত রাধিকাকে উদ্ভট সাজিয়েছে আর রাধিকা ওদের সাজানোর পর একবারও আয়নার সামনে না দাঁড়িয়ে নিচে চলে গেছে, তারপর উপস্থিত সকলেই রাধিকার সাজ দেখে হাসছেন।
তাই এখানেই নেটিজেনদের এক অংশের প্রশ্ন, “বলছি, লেখিকা রাধিকাকে এতটা বোকা প্রমাণ করতে চাইছে কেন? আজব। মানে রাধিকা জানে যে,, ওর দুই ননদ কতটা অস*ভ্য,,, তা সত্ত্বেও ওরা রাধিকাকে যেরকম করে সাজিয়েছে,,, সেরকম করেই চলে গেলো নিচে?? সবাই ওর দিকে তাকিয়ে কিভাবে হাসছিলো। তারপরও বুঝলোনা ও? মানে কোনো অশি*ক্ষিত মেয়েও তো এতটা বোকা নয়। সেক্ষেত্রে রাধিকা তো শিক্ষিতা,, বিয়ের আগে দেখানো হয়েছে যে ওর যথেষ্ট বুদ্ধি রয়েছে।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad