রাতদিন ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের না হবার সম্ভাবনা। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকাল, রবিবার এবং আজ, সোমবার উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া।
আবহাওয়া দপ্তর সূত্রে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল, রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
মালদহে ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম থাকবে।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টা শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।শহরবাসী এক আরামদায়ক আবহাওয়া দিয়ে যাবে বলেই জানা যাচ্ছে চলতি সপ্তাহ জুড়ে।দিনের বেলায় রোদ থাকায় হালকা জামা বা শার্ট, রাতে শীত থেকে বাঁচতে হালকা জ্যাকেট বা সোয়াটার সঙ্গে রাখুন।সকালে বা সন্ধ্যায় কুয়াশার কারণে পথচলা কঠিন হতে পারে সেই বিষয়ে সাবধানতা বজায় রাখুন।
