Type Here to Get Search Results !

Indian Railways Run Special Train : কঠিন সময়ে পাশে দাঁড়ালো রেল! ৩৭ টি স্পেশাল ট্রেন চালনোর সিদ্ধান্ত নিয়েছে তারা

 রাতদিন  ওয়েবডেস্ক : বেশ কয়েকদিন ধরেই ইন্ডিগো তার পরিসেবা দিতে ব্যার্থ। এই নিয়ে যাত্রীরা বিক্ষুদ্ধ। সেই সময়ই পাশে দাঁড়ালো রেল। স্বল্প মূল্যে অনেকটা পথ পারি দিতে সক্ষম রেল। আছে বহু যাত্রী একসাথে নিয়ে চলার ক্ষমতা। তাই এই বেহাল পরিস্থিতিতে রেল কেই কাজে লাগোনা হলো। দেওয়া হয়েছে স্পেশাল ট্রেন এবং বাড়ানো হয়েছে রেলের কামরা সংখ্যা।একের পর এক ফ্লাইট ক্যানসেল করছে ইন্ডিগো বিমান সংস্থা । আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে নামল ভারতীয় ট্রেন। 

তাদের পক্ষ থেকে একাধিক ট্রেনে মোট ১১৬টি বাড়তি কোচ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। আবার পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে সবরমতী এবং দিল্লি জংশনের মধ্যে বিশেষ ভাড়ায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালানো হবে। সবরমতী-দিল্লি জংশন পর্যন্ত ৪ টি স্পেশাল ট্রেন চলবে।আসলে ইন্ডিগোর ফ্লাইট ক্যানসেল হওয়ার পর থেকেই যাত্রীরা সমস্যায় পড়েছেন। বিশেষ করে,দিল্লি থেকে আহমেদাবাদ ফেরার জন্য চলছে হুড়োহুড়ি। আর এই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এল ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে সবরমতী থেকে দিল্লি পর্যন্ত ট্রেন ঘোষণা করা হয়েছে।ফ্লাইট ক্যানসেল হওয়ায় মানুষের পরের লিস্টে থাকে ট্রেন। তবে সেখানে সিট না থাকায় সমস্যা বাড়ছে। যদিও এই পরিস্থিতির সমাধানে লেগে পড়েছে ভারতীয় রেল। তাদের পক্ষ থেকে ৩৭টি প্রিমিয়াম কোচে বাড়তি ১১৬টি কোচ জুড়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এর ফলে সারা দেশের ১১৪টি রেল ট্রিপে বেশি যাত্রী বহন করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রেলমন্ত্রক সূত্রে খবর, সবথেকে বেশি কোচ জোড়া হয়েছে দক্ষিণ রেলওয়েতে। সেখানে ১৮টি ট্রেনের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, 'বাড়তি চেয়ারকার এবং স্লিপার কোচ জোড়া হয়েছে বেশি ডিমান্ড থাকা রুটে। ৬ তারিখ থেকেই নতুন পরিষেবা মিলবে পশ্চিম রেলওয়েতে।'এই বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর রেলওয়ে। তাদের ৮টি ট্রেনে বাড়ানো হয়েছে কোচের সংখ্যা। আর এই ট্রেনগুলি সবকটিই উত্তর ভারতে চলে বলে জানান হয়েছে।পশ্চিম রেলে আবার ৩ এসি এবং ২ এসি কোচ বাড়ানো হয়েছে ৪টি হাই ডিমান্ড ট্রেনে। ৬ ডিসেম্বর থেকেই মিলবে পরিষেবা বলে জানা গিয়েছে।অন্য দিকে পূর্ব রেলের তিনটি ট্রেনে বাড়ানো হয়েছে কোচের সংখ্যা। স্লিপার ক্লাসের কোচ বাড়ানো হয়েছে। এই পরিষেরা ডিসেম্বর ৭ এবং ৮ থেকে বাংলা তথা পূর্ব ভারতে মিলবে বলেই জানা গিয়েছে।এই বিষয়ে আরো তথ্য পেতে আপনার নিকটবর্তী স্টেশনের ইনকোয়ারিতে যোগাযোগ করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad