রাতদিন ওয়েবডেস্ক: সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীর গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে।
সোমবার ভোলা ঘোষ তাঁর ছেলের সঙ্গে মালঞ্চের দিকে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই গাড়ির চালক ও ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয় বলে জানা যায়।দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আহত ভোলা ঘোষকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।এই দুর্ঘটনার পরই ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্রাক ও চালকের খোঁজে তল্লাশি চলছে। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, ওই ট্রাকের নম্বর চিহ্নিত করার কাজও জোরকদমে চলেছে।এই ঘটনার সময়টি অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছেন অনেকেই, কারণ ভোলা ঘোষ ছিলেন শেখ শাহজাহান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। ফলে দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা না কি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে তবেই চূড়ান্ত কিছু বলা যাবে।পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।
