রতদিন ওয়েবডেস্ক: এনুমারেশন প্রক্রিয়ার শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশন আরও কড়া পদক্ষেপ নিল। কাল তথ্য আপলোডের ডেডলাইন থাকায় ফের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে BLO ও BLA-দের জন্য। কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই এই বাড়তি সতর্কতা।
নতুন নির্দেশে জানানো হয়েছে, এনুমারেশন সংক্রান্ত নথির সঙ্গে এবার ‘মিনিটস অফ মিটিং’-এর ছবিও বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে। শুধু তাই নয়, মৃত ভোটার, দীর্ঘদিন খোঁজ না মেলা ভোটার এবং যাঁরা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন—এই তিন ধরনের ভোটারের ক্ষেত্রে আলাদা ডিক্লেয়ারেশন (ঘোষণাপত্র) আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে।কমিশনের দাবি, অনেক ক্ষেত্রেই ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যাওয়ার অভিযোগ উঠেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে বিপজ্জনক। সেই ঝুঁকি কমাতেই এবার এনুমারেশন প্রক্রিয়াকে আরও কঠোর করা হচ্ছে। ফলে মাঠপর্যায়ে কাজ করা BLO এবং BLA-দের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনই বেড়েছে নজরদারির মাত্রাও।এদিকে, কমিশন স্পষ্ট করে দিয়েছে—আগামীকালই এনুমারেশন ফর্মের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন। এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো সংশোধন বা নতুন তথ্য গ্রহণ করা হবে না বলেই ইঙ্গিত। ফলে জেলার বিভিন্ন ব্লক ও বুথ স্তরে এখন কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে।নির্বাচন কমিশনের মতে, এই কঠোর নিয়মের মূল লক্ষ্য একটাই—ভোটার তালিকাকে সম্পূর্ণ নির্ভুল ও আপডেটেড রাখা, যাতে ভবিষ্যতের নির্বাচনে কোনো ধরনের বিতর্ক বা অনিয়মের অভিযোগ না ওঠে।
