রাতদিন ওয়েবডেস্ক : সংসদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমায় প্রস্তাবিত পরিবর্তন এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই বিকাশ ভবনে পাঠানো হয়েছে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। সেই সময় বিভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া বহু ছাত্রছাত্রী সময়ের অভাবে সমস্যায় পড়েন বলে অভিযোগ ওঠে।
বিশেষ করে হিসাবশাস্ত্র, রসায়ন এবং অঙ্কের মতো বিষয়গুলিতে প্রশ্নের জটিলতা ও সময়সীমার কারণে পরীক্ষার্থীরা যথাযথভাবে উত্তর লেখার সুযোগ পাননি বলে দাবি করেন। পরীক্ষার্থীদের এমন অভিযোগ সামনে আসার পরই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের ভাবনা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।সূত্রের খবর, চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময় শুরুর আগেই প্রশ্নপত্র ও ওএমআর শিট পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতে পারে। এর ফলে পরীক্ষার্থীরা সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন এবং মানসিক চাপ তুলনামূলকভাবে কমবে বলে মনে করা হচ্ছে।এর পাশাপাশি, কিছু নির্দিষ্ট বিষয়ে পরীক্ষার সময়সীমা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিশেষভাবে হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্কের মতো বিষয়ে পরীক্ষার সময়ের সঙ্গে অতিরিক্ত ১০ মিনিট যোগ করার ভাবনা চলছে। এর ফলে পরীক্ষার্থীরা উত্তর লেখার জন্য আরও সময় পাবেন এবং পরীক্ষার ফলাফলেও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।তবে, এখনই বিষয়টি চূড়ান্ত হয়নি। বিকাশ ভবন থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই সূত্রের দাবি।
