প্রসঙ্গত মধ্যপ্রদেশের সেহোর জেলার জাওয়ার তহসিলের দেববড়লা গ্রামে গত কয়েক বছর ধরে খননকার্য চালানো হচ্ছে। ইতিমধ্যেই সেখানে বিভিন্ন ঐতিহাসিক মূর্তি এবং মন্দিরেরও সন্ধান পাওয়া গিয়েছে। এমতাবস্থায়, জোরকদমে চলছে খননের কাজ। তবে, এবার চতুর্থ মন্দিরের পর সেখান পঞ্চম মন্দিরের জন্য চলমান খননের সময়ে সন্ধান মিলেছে নটরাজ শিবের একটি চমৎকার মূর্তির।
এই প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি ওঙ্কার সিং ভগত ও কুনওয়ার বিজেন্দ্র সিং ভাটি জানান, এখনও পর্যন্ত এখানে খননের ফলে মোট চারটি মন্দিরের সন্ধান পাওয়া গেছে।
সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই মূর্তির ছয়টি হাত রয়েছে। পাশাপাশি, প্রাচীন মূর্তিটির দুই পাশে স্তম্ভও রয়েছে। মূলত, নটরাজের রূপে ভগবান শিবের ছয়টি হাত পরিলক্ষিত হয়েছে। যেগুলির মধ্যে শঙ্খ, ত্রিশূল এবং ডমরু রয়েছে। এর পাশাপাশি মৃদঙ্গ ও ঢোল বাজানো অবস্থায় আরও দুই দেবতার প্রতিকৃতি তৈরি করা রয়েছে বলেও জানা গিয়েছে।
জানা যায় ওই মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। তবে, এর আগেও ওই এলাকায় বিষ্ণু, দুর্গা, দ্বাদশ অবতার ও শিবলিঙ্গের মত একাধিক মূর্তি পাওয়া গেছে। আপাতত সেগুলিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেববড়লায় প্রত্নতাত্ত্বিক বিভাগ ২০১৬-১৭ সালে প্রথম শিব মন্দির খনন করে। যা সংরক্ষণ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রত্নতত্ত্ববিদ ডঃ রমেশ যাদব জানান যে, ২০১৬ সালে সেহোরের তৎকালীন কালেক্টর ডঃ পি. সুদাম খাদে এই প্রসঙ্গে ভোপালের তৎকালীন প্রত্নতত্ত্ব কমিশনার অজাতশত্রু শ্রীবাস্তবকে জানিয়েছিলেন।
