রাতদিন ওয়েবডেস্ক: কিছুদিন বাদেই শুরু হতে চলেছে বিশ্বকাপ। কিন্তু এবারের কাতার বিশ্বকাপে থাকছেন না ওয়াকা ওয়াকা গায়িকা শাকিরা। একসময় তার গাওয়া ওয়াকা ওয়াকা গান ফুটবল খেলার অ্যানথেম হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কিছু কারণের জন্য এ বছরের বিশ্বকাপে নাম থাকছেন না তার।
এবছরের কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের অনুষ্ঠানে থাকছেন না বেশ কয়েকজন আন্তর্জাতিক মানে শিল্পীসহ ওয়াকা ওয়াকা গায়িকা শাকিরা। সূত্রের খবর থেকে জানা গেছে সপ্তাহখানেক আগে এ বছরের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। যদিও এর জন্য তার বিশেষ কিছু ব্যক্তিগত কারণ রয়েছে। শাকিরার এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন তার ভক্তরা। সামনে আসতেই কাতার বিশ্বকাপের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সাকিরার নাম কখনোই ভাবা হয়নি। তাই তার নাম প্রত্যাহার করার প্রশ্ন ওঠেনা। এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে নাম উঠে এসেছে ব্রিটিশ তালিকার ডুয়া লিপার। যদিও এই মন্তব্য ভুল বলে স্পষ্ট নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দিয়েছেন
লিপা।
ইতিহাসের প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন বলিউড ডান্সার নোরা ফাতেহি। এছাড়াও বিশ্বকাপের মঞ্চে রড স্টুয়ারড, জানকুকের মত আন্তর্জাতিক তারকার। অনুষ্ঠানের আয়োজনকারীদের তরফ থেকে পোশাকের ওপর থাকছে নির্দিষ্ট রেস্ট্রিকশন। ছোট পোশাক পরলে ফাইন দিতে হবে বলে জানিয়েছেন আয়োজনকারীরা।

 
 
 
 
 
