সম্প্রতি তিনি ভোজপুরী সিনেমার ‘কুইন’। তবে বলিউডেও রয়েছে নামডাক। আর বাঙালি যুবকদের মনে তিনি ‘হার্টথ্রব’ ঝুমা বৌদি। আজ্ঞে হ্যাঁ, অভিনেত্রী মোনালিসার কথা বলছি। আজ তার ৪০ তম জন্মদিন। তার সৌন্দর্য্য এবং শরীরের গঠন দেখলে বয়সের আন্দাজ পাওয়া মুশকিল। তিনি এখনও যেন যুবতী, এখনো সতেজ, এখনো একইভাবে চনমনে।
প্রসঙ্গত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে স্ত্রী মোনালিসাকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেন স্বামী বিক্রান্ত। যে ভিডিওতে এই দম্পতিকে মধ্যরাতে জন্মদিন পালন করতে দেখা গেছে। ভিডিওতে অভিনেত্রী মোনালিসাকে লাল ব্রা এবং শর্ট স্কার্টে দেখা গেছে, অন্যদিকে বিক্রান্তের পরনে কালো স্যান্ডো এবং কালো শর্টস। ভিডিওতে বার্থডে গার্ল মোনালিসা প্রথমে তার সামনে রাখা চকোলেট কেকের উপর থাকা মোমবাতিগুলি ফুঁ দিয়ে নিভিয়ে দেন, তারপর আস্তে আস্তে কেকটি কাটেন অভিনেত্রী। তারপরেই স্বামী বিক্রান্ত তাকে যত্ন করে কেক খাইয়ে দেয়। এরপরই দুজন দুজনের ঠোঁটে চুম্বন করে। ভিডিওতে দুজনকেই বেশ আনন্দিত দেখাচ্ছিল। ভিডিওর নেপথ্যে একটি রোমান্টিক হিন্দি গান বাজেতেও শোনা যায়। ভিডিওর ক্যাপশনে বিক্রান্ত লেখেন, ‘শুভ জন্মদিন আমার পৃথিবী। মোনালিসা তোমায় আমি ভালোবাসি’।
সম্প্রতি স্বামী-স্ত্রীর এই বিশেষ মুহূর্তটি বেশ মনে ধরেছে অনুরাগীদের। তারাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। কেউ মন্তব্যে লিখেছেন, ‘শুভ জন্মদিন মোনা’; কেউ আবার লিখেছেন, ‘এমন একজন মানুষকে পাশে পেয়েছেন, আপনি সত্যিই ভাগ্যবতী’; আবার কেউ কেউ আবার দুজনকে ভরিয়ে তুলেছেন ভালোবাসায়।
