Type Here to Get Search Results !

Kanchan Mallick : নিজের মায়ের মৃত্যুর পরদিন ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের হাসাতে হয়েছিল



সম্প্রতি ক্যামেরা লেন্সের ওপারে দাঁড়িয়ে মানুষকে তিনি অনায়াসে হাসিয়ে দিতে পারেন। একসময় তার হাবভাব, অঙ্গভঙ্গি, কথাবার্তা একটা সময় বাংলা চলচ্চিত্রে কমেডি জনারের একটা দিগন্ত উন্মোচন করেছিল। মানুষটি কাঞ্চন মল্লিক। কারণ একটা সময় মা’কে হারানোর পরের দিনেই শেভ করে কস্টিউম গায়ে চাপিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষকে হাসাতে হয়েছিল তাকে। তার অভিনয়ে ছিল না একটুও জড়তা। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের লড়াইয়ের কথা শোনালেন কাঞ্চন মল্লিক। সঙ্গে তার মায়ের মৃত্যুর পরের দিন ক্যামেরার সামনে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন। এদিন আবেগঘন গলায় কাঞ্চন মল্লিক বলেন, “যেদিন আমার মা পরলোক গমন করলেন, ঠিক তার পরের দিন আমার একটা শ্যুট ছিল। সেদিন রাতে আমার প্রোডিউসার ফোন করে বললেন শ্যুট পোস্ট-পন করার কথা। কিন্তু আমিই বারণ করি। পরের দিন সকালে ধুতির কুঁচি খুলে ফেললাম। মায়ের কাছে ক্ষমা চেয়ে শেভ করলাম। গলার চাবি কস্টিউমের ভেতর ঢুকিয়ে রেডি হলাম। তবে সবথেকে চ্যালেঞ্জের বিষয় ছিল এই মানসিক অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের হাসানো। আমাকে সেটাও করতে হয়েছিল”। আর এইসব কথা বলতে বলতে অভিনেতার চোখে দেখা যায় বেশ কিছুটা আবেগের মেঘ।
এক সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিক তার জীবনের আরো কিছু অভিজ্ঞতার কথা বলেন। তিনি আরো বলেন, “একদিন মেকআপ রুমে বক্সে আছি, এমন সময় এক নামজাদা অভিনেত্রী সেখানে ঢুকে আমাকে দেখে ভ্রু কুঁচকে আমাকে বেরিয়ে যেতে বলেন। সেদিন সারাটা দিন আমাকে বাইরে অপেক্ষা করতে হয়েছিল। তারপর একদিন তিনিই আমাকে ডেকে তার পাশে বসতে বলেছিলেন। সেদিন মুচকি হেসে আমিই বলেছিলাম যে একদিন আমাকে তুমিই বেরিয়ে যেতে বলেছিলেন।”

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad