Type Here to Get Search Results !

স্কুলেও হিজাব বিতর্ক কর্নাটকের মতন হাওড়ায়।প্রতিবাদে নামাবলী পরে আসায় তুমুল সংঘর্ষ




বাহির রাজ্যের ছায়া এখন বাংলাতে। কর্নাটকের মতন হিজাব বিতর্ক এখন বাংলাতেও।ঘটনাটি ঘটে হাওড়ার ধুলাগড়ি আদৰ্শ বিদ্যালয়ে (Dhulagori Adarsha Vidyalaya)।  এই ঘটনার সূত্রপাত হয় সোমবারে। জানা গেছে,প্রথমে দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হিজাব পরে স্কুলে প্রবেশ করা নিয়ে আপত্তি তোলে সেই স্কুলেরই দ্বাদশ শ্রেণির একদল ছাত্র। তাদের বক্তব্য, যদি মেয়েরা হিজাব পরে স্কুলে আসতে পারে তবে তারা নামাবলী গায়ে দিয়ে স্কুলে প্রবেশ করতে পারবে না কেন? সেক্ষেত্রে তাদেরকেও স্কুলে আসতে অনুমতি দিতে হবে ।


ঠিক যেমন কথা তেমনি কাজ। সেই কথা মত মঙ্গলবার স্কুলে নামাবলী পড়ে আসে পাঁচ দ্বাদশ ছাত্রী। এই ঘটনার পরে সংঘর্ষ হয় দুই শ্রেণীর মধ্যে।ঘটনায় প্রতিবাদ জানায় ওই স্কুলের দশম থেকে দ্বাদশ শ্রেণির হিজাব পরিহিতা ছাত্রীরা ।


এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন,"প্রত্যেক নমাজের দিন দু’টি ক্লাস হওয়ার পরেই নমাজ পড়তে বেরিয়ে যায় মুসলিম পড়ুয়ারা। বাইরে চলে প্রকাশ্যে ধূমপান। স্কুল থেকে কয়েকবার বেরোনো বন্ধ করা হলে স্কুলের ভিতরে মারপিটের ঘটনা ঘটেছে৷ স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি৷ হিজাব বন্ধ করে দিলে স্কুলে সরস্বতী পুজো করাও বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ।"


প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বোর্ডের অভিযুক্ত ৫০ বছর একটি পুরনো স্কুল হল ধুলাগড় আদর্শ বিদ্যালয়।ঘটনার পর বিদ্যালয়ে শান্তি নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের সাথে একটি বৈঠকও ডাকা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad