Type Here to Get Search Results !

North Bengal Bus Permit Fee Incresed : পর্যটন মরসুমেই বাড়লো উত্তরবঙ্গ বেসরকারি বাসের পারমিট ফি!

 রাতদিন ওয়েবডেস্ক : বঙ্গে জাঁকিয়ে বসেছে শীতের প্রভাব। ইতিমধ্যেই পর্যটন প্রেমী মানুষরা পাড়ি দিয়েছে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে কিন্তু এর মাঝেই দেখা গেল পরিবহনের ভাড়া বৃদ্ধি। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পর্যটকদের ব্যাপক ভিড় থাকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ডুয়ার্স-সহ বহু গন্তব্য এমনিতেই পর্যটন পূর্ণ। সরকারের পক্ষ থেকেও গত কয়েক বছরে পর্যটনকেন্দ্রগুলিকে আরো দর্শক মনোগ্রাহী করার জন্য নানা পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

উত্তরবঙ্গের শীতকালীন পর্যটন মরসুমে বেসরকারি বাসের পারমিট ফি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ক্ষোভপ্রকাশ করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহনের উদ্দেশে এক বিস্তারিত চিঠিতে এ কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, "পারমিট ফি বৃদ্ধির ফলে সাধারণ মানুষের একদিনের বনভোজন বা স্বল্প খরচে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।"চিঠিতে তিনি উল্লেখ করেছেন, প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি—এই চার মাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পর্যটকদের ব্যাপক ভিড় থাকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ডুয়ার্স–সহ বহু গন্তব্য এমনিতেই আকর্ষণীয়।

 সরকারের পক্ষ থেকেও গত কয়েক বছরে এলাকাগুলিতে পর্যটনকেন্দ্র হিসাবে তুলে ধরার জন্য নানা পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। ফলে সাধারণ মানুষ খুব অল্প খরচেই উত্তরবঙ্গ ভ্রমণের স্বাদ পূরণ করতে পারবেন।তিনি পরিবহণ দফতরের কাছে পারমিট ফি পুনর্বিবেচনার আবেদন জানান। তাঁর মতে, ফি কমানো হলে পর্যটন মরসুমে বাস বুকিং বাড়বে, উপকৃত হবেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটন-নির্ভর ছোট ব্যবসায়ীরাও।সংগঠনের আশা, পরিবহণ দফতর দ্রুত বিষয়টি খতিয়ে দেখে একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেবে। চিঠির শেষে তপন বন্দ্যোপাধ্যায় বিশ্বাস প্রকাশ করেছেন যে, সরকার সাধারণ মানুষের স্বার্থকেই সর্বাগ্রে গুরুত্ব দেবে। পরিবহণ দফতরের তরফে এই চিঠি পাওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad