Type Here to Get Search Results !

Indigo Flight Cancelled : ষষ্ঠ দিনেও জারি ইন্ডিগো বিপর্যয়! বাতিল প্রায় ৬৫০ বিমান

 রাতদিন ওয়েবডেস্ক : ষষ্ঠ দিনেও ইন্ডিগো বিপর্যয় অব্যাহত।দুপুর পর্যন্ত বাতিল প্রায় ৬৫০ বিমান পরিষেবা।পর পর পাঁচ দিন ধরে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হওয়া নিয়ে শনিবার বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্তা এবং ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের সঙ্গে দিল্লিতে একটি জরুরি বৈঠকে বসেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু।সংকটের কারণ জানতে চেয়ে বিমান সংস্থাকে শনিবার নোটিস দিয়েছিল কেন্দ্র।

২৪ ঘণ্টার মধ্যে সেই জবাব দিতে বলা হয়েছে। তার পর রবিবারই বিমান সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, বোর্ড অফ ডিরেক্টর সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল। বোর্ডের সদস্যদের কাছে গোটা ঘটনাটি ব্যাখ্যা করা হয়েছে। কী ভাবে সঙ্কট কাটানো যায় তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গঠন করা হয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ ।  ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠকের মূল লক্ষ্যই ছিল কী ভাবে সঙ্কট কাটানো যায় এবং কত দ্রুত এই পরিস্থিতি থেকে বার হওয়া যায়।"ইন্ডিগো বিপর্যয়ের জন্য যাঁরা দায়ী, তাঁদের মূল্য চোকাতে হবে "শনিবার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী রামমোহন নায়ডু। তাঁর কথায়, “আমরা একটি কমিটি গঠন করেছি। কোথায় গলদ ছিল এবং তার জন্য কে দায়ী ছিল, ওই কমিটি তা খতিয়ে দেখবে। আমরা ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছি। তাই যাঁরা এটার জন্য দায়ী, তাঁদের এর মূল্য চোকাতে হবে।” ইন্ডিগো সংস্থার সিইও পিটার এলবার্সকে শো কজ় নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। ইন্ডিগোর বিপর্যয়ের জন্য তাঁকে দায়ী করা হয়েছে। নয়া বিধি সম্পর্কে অবগত থাকার পরেও কেন পর্যাপ্ত পদক্ষেপ করেনি বিমান সংস্থা, তা জানতে চাওয়া হয়েছে।অন্য বিমান সংস্থাগুলির তুলনায় কিছুটা হলেও স্বল্প মূল্যে যাত্রীদের উড়ান পরিষেবা দিয়ে থাকে ইন্ডিগো।

তাদের অনেক বিমানই রাতে অবতরণ করে। তাই নয়া বিধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই বিমানসংস্থাই। নয়া বিধি মেনে পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলট প্রয়োজন, বর্তমানে তা ইন্ডিগোর নেই। ফলে চরম সঙ্কট তৈরি হয়েছে। যার জেরে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।পর পর পাঁচ দিন ধরে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হওয়া নিয়ে শনিবার বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্তা এবং ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের সঙ্গে দিল্লিতে একটি জরুরি বৈঠকে বসেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। অসামরিক বিমান পরিবহণসচিব সমীরকুমার সিংহ এবং ডিজিসিএ-র প্রধান ফৈজ় আহমেদ কিদওয়াই-ও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বৈঠকের পরেই ইন্ডিগোর সিইও-কে শো কজ় নোটিস পাঠায় ডিজিসিএ। নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্তৃপক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। শুধু তা-ই নয়, এই পরিস্থিতির জন্য তিনিও দায়ী। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে শো কজ়ের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad