রাতদিন ওয়েবডেস্ক: সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছেন। তাঁর দাবি, ভিন রাজ্য থেকে ইতিমধ্যেই চারজন নিরাপত্তারক্ষী এসে পৌঁছেছেন এবং আরও চারজন আসার কথা রয়েছে। তাঁর সঙ্গে আগে থেকেই তিনজন পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী ছিলেন, যাঁরা এখনও দায়িত্বে রয়েছেন। পাশাপাশি, বুধবার থেকে আটজন বেসরকারি নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে যুক্ত করা হয়েছে।হুমায়ুন কবীরের দাবি, তিনি লাগাতার হুমকি পাচ্ছেন।
তবে তিনি জানিয়েছেন, এসব হুমকিতে তিনি ভয় পান না। তাঁর কথায়, “আমি হুমকিতে ভয় করি না, কিন্তু সতর্ক থাকা দরকার। তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।” তিনি জানান, নতুন নিরাপত্তারক্ষীরা বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে এসেছেন।এই ঘটনার মধ্যে দিয়েই মুর্শিদাবাদ থেকে রাজ্য রাজনীতিতে নিজের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা চালাচ্ছেন হুমায়ুন কবীর। তিনি প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন বলে দাবি করেছেন। পাশাপাশি, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়ে নতুন রাজনৈতিক জোটের সম্ভাবনাও খতিয়ে দেখছেন। রাজ্যজুড়ে হেলিকপ্টারে প্রচারের পরিকল্পনা নিয়েও প্রস্তুতি চলছে।এদিকে, অর্থ সংগ্রহ নিয়েও নতুন তথ্য প্রকাশ করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি অনুযায়ী, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-র অ্যাকাউন্টে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ২ কোটি ৭১ লক্ষ টাকা জমা পড়েছে। এছাড়া, ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত নগদে জমা পড়েছে প্রায় ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা।এই অনুদান সংক্রান্ত বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, এই সম্পূর্ণ ঘটনার নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিষয়টি আসলে তৃণমূল এবং হুমায়ুন কবীরের “রাজনৈতিক নাটক”। ফলে, পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
