রাতদিন ওয়েবডেস্ক : টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ অভিনেত্রী মধুমিতা সরকার আবারও বিয়ের বাঁধনে বাঁধতে চলেছেন। সম্প্রতি তাঁর বিয়ের খবর সামনে আসতেই বিনোদন জগতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, অভিনেত্রী তাঁর ছোটবেলার বন্ধু দেবমালা চক্রবর্তীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে এবার সামাজিক স্বীকৃতির দেওয়ার পালা।
অভিনেত্রী নিজে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ না খুললেও, ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁদের বিয়ের তারিখ ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। মধুমিতা সরকারের এই নতুন জীবন শুরুর খবরে তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বসিত।মধুমিতার দ্বিতীয় বিয়ের তারিখ ঘিরে জল্পনা চলছিল, তবে এবার সেই তারিখটিও জানা গেল। সিটি সিনেমা (SitiCinema) পোর্টালের খবর অনুযায়ী, মধুমিতা এবং দেবমালার শুভ পরিণয় অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ জানুয়ারি। যদিও বিয়ের আসর কোথায় বসবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিশদ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, সম্ভবত কলকাতার কোনো বিলাসবহুল ভেন্যুতে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রথমদিকে তাঁরা দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এই হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
মধুমিতা সরকার এর আগে টেলি অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি এবং আইনি বিচ্ছেদের মাধ্যমে তা শেষ হয়। এরপর থেকেই তিনি তাঁর কেরিয়ারে আরও বেশি মনোযোগ দেন এবং টেলি-পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন মোড় নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের জন্য এক দারুণ খবর। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলা মধুমিতা সরকার নতুন জীবনে পা রেখে তাঁর অভিনয় জীবনেও আরও কী কী চমক নিয়ে আসেন, সেটাই এখন দেখার বিষয়।
