Type Here to Get Search Results !

Train updates : ট্রেন যাত্রীদের সুখবর : নয়া নির্দেশে এবার থেকে রবিবারেও চলবে AC লোকাল

রাতদিন ওয়েবডেস্কঃ    মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, "এসি লোকালের যত যাত্রী হবে বলে আমরা ভেবেছিলাম, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী- রানাঘাট রুটে এসি লোকাল ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে, কৃষ্ণনগর-শিয়ালদহ রুটের এসি লোকালের পরিষেবার সময় ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না। তবুও তার টিকিটের চাহিদা ৯০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবারেও এই পরিষেবা থাকবে।



"শিয়ালদহ-কল্যাণী এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকালের পরিষেবা রয়েছে। সেখানে যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে রবিবারের এই পরিষেবা। এছাড়া, সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময়ে এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২:২০ মিনিট নাগাদ।অপরদিকে, কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৩:৫৭ মিনিট নাগাদ। পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।এই পরিষেবার মধ্যেই    নৈহাটি,কল্যাণী রানাঘাট সহ ঘোষিত স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল। সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে।          বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে,রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে।শিয়ালদহ-কল্যাণী এসি লোকালের সময়সূচি অনুযায়ী 
শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর দিকে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ। একইভাবে কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।প্রতিদিন কল্যাণী এইমসে-এ অনেক অসুস্থ ব্যক্তি এবং তাঁদের পরিজনরা যাতায়াত করেন। মূলত, তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
এর পাশাপাশি এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষামূলক ভাবে গোপালনগর এবং বামনগাছিতে এবার থেকে এসি লোকাল থামানোর প্রস্তাব গৃহীত হয়েছে। এই দু’টি স্টেশনে এবার থেকে এসি লোকাল থামবে বলেও জানানো হল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad