রাতদিন ওয়েবডেস্ক : ইডেন টেস্টে হার নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পূজারা। তার মতে, ভারত যদি পিচে 'কারুকার্য' না করে একটা ভালো পিচে খেলত, তা হলে ইডেন টেস্ট জয় আমাদেরই হতো। ট্রানজিশনের অজুহাত শুনতে চাই না , দাবি পূজারার। ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশন'-এর মধ্যে দিয়ে যাক। প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে 'ট্রানজিশন'-এর অজুহাত শুনতে রাজি নন। বরং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ অলআউট নিয়ে দুঃখ প্রকাশ করলেন।ইডেন টেস্ট জিততে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রান করতে হত ভারতকে।
কিন্তু ঋষভ পন্থ-কেএল রাহুলরা তা করতে পারেননি। মাত্র ৯৩ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় টিম। ঘরের মাঠে টেস্ট হারতে হয় ৩০ রানে। যার পর রীতিমতো ফেটে পড়েছেন স্বভাব-শান্ত পুজারা। তিনি পরিষ্কার জানিয়েছেন "এ সমস্ত ট্রানজিশন ইত্যাদি বলে কোনও লাভ নেই। আমি বিশ্বাস করি না, ট্রানজিশনের কারণে ভারত ঘরের মাঠে টেস্ট হারছে। ট্রানজিশনের কারণে তুমি যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট হারো, তবু মানা যায়। কিন্তু ঘরের মাঠে সে সমস্ত অজুহাত চলে না। ভারতের এই টেস্ট টিমের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। ভালো করার ক্ষমতা রয়েছে। যশস্বী জয়সওয়াল, কেএ রাহুল, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ। তার পরেও তুমি ঘরের মাঠে হারছো মানে, কিছু না কিছু একটা ভুল হচ্ছে। সব কিছু ঠিকঠাক মোটেই চলছে না।"
পূজারার মতে, ভারত যদি পিচে 'কারুকার্য' না করে একটা ভালো পিচে খেলত, তা হলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকত। "ইডেনে যে পিচে খেলেছে ভারত, সে রকম পিচে খেলে কোনও লাভই নেই। কারণ, খারাপ পিচে খেললে তুমি প্রতিপক্ষকে টেস্ট জয়ের সমান সুযোগ করে দিচ্ছো। আমার মতে, ভালো পিচে খেললে, টেস্ট জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আরে, ভারতে প্রতিভার অভাব? আমাদের 'এ' টিম পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে। তাই যদি এটা বলা হয় যে, ট্রানজিশনের জন্য ইডেন টেস্ট হারতে হয়েছে, মানতে পারলাম না।"
দুই দলের চার ইনিংস মিলিয়ে ইডেন টেস্টে সর্বোচ্চ রান উঠেছে ১৮৯। গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফসেঞ্চুরি। পিচের অসমান বাউন্স প্রবল ভাবে ভুগিয়েছে ব্যাটারদের। কিন্তু তার পরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন যে, ইডেন পিচ নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁরা যে পিচ চেয়েছিলেন, সেই পিচই পেয়েছেন।

