Type Here to Get Search Results !

উদ্দেশ্য রামলালার দর্শন, অযোধ্যার পথে আস্থা স্পেশাল

রাতদিন ওয়েবডেস্ক  : ২০২৪, ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই রামলালার দর্শনে অযোধ্যায় ভইড় দেশ-বিদেশের ভক্তদের।

এবার রামলালা দর্শনের উদ্যোগ বঙ্গ বিজেপির।  আস্থা স্পেশাল ট্রেনের মাধ্যমেই বিজেপি কর্মীদের অযোধ্যা  যাওয়ার বন্দোবস্ত করেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার হাওড়া থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয় আস্থা স্পেশাল। 

সন্ধেবেলা হাওড়া -কাটরা আস্থা স্পেশাল অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। সূত্রের খবর, ১৩০০ বিজেপি কর্মী ছিল ওই ট্রেনে। বঙ্গ বিজেপি জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিজেপি কর্মীরা রামলালার দর্শনে যাচ্ছে। মাথাপিছু খরচ মাত্র ১৬০০ টাকা, তারমধ্যেই ট্রেন ভাড়া, থাকা খাওয়া এবং তীর্থক্ষেত্র দর্শন।  আজ দুপুরে ট্রেনটি অযোধ্যায় পৌঁছবে‌ এবং সেখানেই রাতের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। শনিবার সকালে সরযূ নদীতে স্নান করে রাম মন্দির দর্শনে যাবেন রাম ভক্তরা। পাশাপাশি অযোধ্যার অন্যান্য ধর্মীয়স্থানও ঘুরে দেখবেন তারা। শনিবার রাতে একই ট্রেনে চড়ে রবিবার হাওড়ায় ফিরবে তারা। 

রামমন্দির দর্শনের জন্য দেশের বিভিন্ন স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আস্থা স্পেশাল ট্রেন। বর্ধমানের পর এবার হওড়া থেকে শুরু যাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর দিয়েও গিয়েছে আস্থা স্পেশাল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad