রাতদিন ওয়েবডেস্ক: চীন থেকে ফিরে করোনা আক্রান্ত এক যুবক। একের পর এক রাজ্যগুলিতে কড়া বিধি-নিষেধ জারি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তার মাঝেই সদ্যচীন থেকে ফিরে এসে করোনা আক্রান্ত হয়েছেন এক যুবক। দিল্লির আগ্রার বাসিন্দা ঐ যুবক সম্প্রতি চীন থেকে ভারতে ফিরেছেন। ঘটনাটির সামনে আসতেই যুবকের বাড়ি সিল করেছে প্রশাসন।
সূত্রের খবর অনুযায়ী, চীন থেকে ফিরেই করোনার উপসর্গ গুলির লক্ষ্য করে ওই যুবক। তারপরেই পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রশাসনের তরফ থেকে ওই যুবকের বাড়ি শিল করে দেওয়া হয়েছে। যুবকের বাড়ির সিল করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন প্রশাসন। ওই যুবকের সোয়াবের নমুনা জিনোম সিকুয়েন্সিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
শুধুমাত্র চীন নয় জাপান দক্ষিণ কোরিয়া ব্রাজিল আমেরিকাতেও বাড়ছে করোনা সংক্রমণ। চীনে লাগামছাড়া করোনা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।। করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন চেহারা বিএস সেভেন এর উপদ্রবে কিছুতেই নিজের আওতায় আনতে পারছে না বিশ্ব। তার মাঝে রাজ্য সরকারের তরফ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিছু কিছু রাজ্য। এরমধ্যেই পাঞ্জাব কর্ণাটক সহ হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে মার্কসপরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। দেশে অবশ্য বি এফ সেভেন ভেরিয়েন্ট নিয়ে ৪ জনের শরীরে তার হদিস মিলেছে বলে জানা গেছে। এরমধ্যে দুজন ওড়িশা ও দুজন গুজরাটের বাসিন্দা। এছাড়াও বিহারেও কয়েকজন ভিনদেশী নাগরিকের শরীরেও করোনা সংক্রমণের খবর সামনে এসেছে।

