রাতদিন ওয়েবডেস্ক : ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম। এবার আবাস যোজনায় শাসকের দুর্নীতির প্রতিবাদে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়াতে দেখা গেল নন্দীগ্রামের একাংশ বাসিন্দাকে৷ নেতৃত্বে বিজেপি৷ সাত সকালে রাস্তা অবরোধও করা হল৷ যার জেরে বছরের শেষে ফের নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে জমি আন্দোলনের গর্ভগৃহে!
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। অবরোধ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। এদিন নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া অঞ্চলে আবাস যোজনা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সবর হন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে যাদের পাকা বাড়ি এবং তৃণমূল করেন তাদের কে বাড়ি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বঞ্চিতরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পোড়ানো হয় তৃণমূল নেত্রীর ছবি সম্বলিত ব্যানার৷ যার জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু করে৷
সূত্রের খবর, তখনও বিরুলিয়া অঞ্চল অফিসে আসেননি প্রধান সুকেশ মান্না৷ এরই মাঝে জোর করে অঞ্চল অফিসে ঢুকতে যান তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়৷ এরপর পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা৷

