বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। এই ধারাবাহিকের নায়িকা ছিল পিলু আর আহির। কিন্তু ধারাবাহিক শুরুর দিকে পিলু আহিরকে গুরুত্ব দেওয়া হলেও ধারাবাহিক যত এগোতে থাকলো তত দেখা গেল পিলু আর আহির যেন সাইড চরিত্র হয়ে গেলো।
প্রসঙ্গত তাদের নিজেদের কোন গল্প নেই, তারা শুধুমাত্র রঞ্জা আর মল্লারের গল্পের মধ্যে অনুঘটক হিসেবে কাজ করছিলো। তাদের কাজই হয়ে দাঁড়িয়েছিল রঞ্জা মল্লারের ঘরে আড়ি পাতা। খুব অদ্ভুতভাবে এই ধারাবাহিক যাদের নিয়ে শুরু হয়েছিল সেই মানুষ গুলোকে পরবর্তীকালে আর ধারাবাহিককে দেখা যায় নি। যেমন সুর মন্ডল, সুর মন্ডলের বিভিন্ন চরিত্র, রঞ্জার মা, এমন কি পিলুর বাবা পিলুর মা এই চরিত্রগুলো পর্যন্ত অফ হয়ে যায়।
সম্প্রতি রঞ্জা মল্লারের কেমিস্ট্রি,বিন্দির গল্প ইত্যাদি দেখানো হতে থাকে দর্শকরা ভেবেছিলেন ধারাবাহিকের শেষটা হয়তো অন্য রকম হবে কিন্তু কাকস্যা পরিবেদনা! ধারাবাহিকের উপসংহার দেখেও না খুশ হয়ে গেলেন ভক্তরা! সেখানেও পিলু আহিরের কোন গুরুত্ব নেই রঞ্জায় সর্বস্ব!
তবে ধারাবাহিকের এন্ডিং দেখে একজন নেটিজেন লিখেছেন, “ কি লেভেলের ফালতু Ending হলো পিলু তে গল্পের গরু তো অনেক দিন আগে থেকেই গাছে উঠে গিয়েছিলো কিন্তু Ending টা একটু ভালো করেই দেখাতো পারতো । কয়েকমাস লীপ নিয়েছে ঠিক আছে।
