রাতদিন ওয়েবডেস্ক : রাজারহাটে বৈদিক ভিলেজে জন্মদিনের পার্টির পর তরুণীকে একাধিকবার গণধর্ষণ করার অভিযোগ সঙ্গী চার যুবকের বিরুদ্ধে।
নির্যাতিতার দাবি অনুযায়ী গত ১০ ই নভেম্বর রাতে জন্মদিনের পার্টি ছিল সেখানে তারা রাজারহাটে বৈদিক ভিলেজে একটি রিসোর্ট বুক করেন। সেখানে তরুনীর সাথে ছিল ১০-১১ জন তরুণ। মদ্যপানসহ গভীর রাত পর্যন্ত পার্টি চলে । সেখানে তাকে মাদক মেশানো পানিয় খাইয়ে বেহুশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।
পরের দিন অর্থাৎ ১১ নভেম্বর হুস ফেরার পর তিনি রাজারহাট থানায় গিয়ে অভিযোগ জানান। সেখানেই আগের রাতের বিস্তারিত বিবরণ জানান পুলিশ অধিকারদের। মহিলার অভিযোগের ভিত্তিতে চার যুবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিকল্পনা মাফিক ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। বৈদিক ভিলেজের নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্ন উঠছে । ধৃতদের ১২ নভেম্বর আদালতে তোলা হবে।
