বর্তমানে টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমি ঘোষ। ‘ওগো নিরুপমা’ ধারাবাহিক থেকে শুরু করে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মতো অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
কিন্তু এবার তেমনই একটি অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে তুমুল বির্তক জড়িয়ে পড়লেন টলিউডের এই উঠতি অভিনেত্রী। প্রসঙ্গত লাইভ মঞ্চে অনুষ্ঠান করতে উঠলে গানের পাশাপাশি মাঝেমধ্যেই সকলের সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এদিনের ভিডিওয় তিনি মন্তব্য করেছেন সকলের সঙ্গেই নাচতে চান তিনি। তবে পাশাপাশি কেউ যদি তাকে জড়িয়ে ধরে চুমু খেতে চান তাতেও রাজি আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এছাড়াও তার গানের প্রতিভা নিয়েও শুরু হয়েছে তুমুল সমালোচনা। টলিউডের অভিনেত্রীদের প্রকাশ্য মঞ্চে গান গাওয়াই উচিত নয় এমন মন্তব্য করতে দেখা গিয়েছে অনেককেই। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী।

.jpeg)