রাতদিন ওয়েব ডেস্ক :
নন্দীগ্রামে গেলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি । সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। অবশেষে ক্ষমা চেয়েছেন অখিল। নন্দীগ্রামে মন্ত্রী অখিলের ওই সভার একটি ভিডিয়ো ফুটেজে দেখা গেছে যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও সেখানে উপস্থিত ছিলেন।
ওই সভায় অখিলকে এটা বলতে শোনা গেছে যে 'আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে যেমনই দেখতে বাবা
'মন্ত্রীর বক্তৃতার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই টুইটারে তৃণমূলের বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালবীয় । তিনি রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেননি। তার বক্তব্য যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে দেখতে কেমন এ বিষয় নিয়ে বলেছিলো, তাই তিনি পাল্টা আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মুর প্রসঙ্গ এনেছেন যে তারা রুপের বিচার করেন না।
প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রামের সভায় শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে অখিল বলেছিলেন, নন্দীগ্রাম-সহ অন্যান্য জেলায় কোথাও অরাজকতা ছড়াতে চাইলে শুভেন্দুর হাত ও পাঁজর ভেঙে দেওয়া হবে।এমনটাই হুঙ্কার ছাড়লেন অখিল।

