Type Here to Get Search Results !

Mithun Chakraborty : একটা সময় গায়ের কালো রং নিয়ে অপমানিত হতে হয়েছিল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে



এই মুহূর্তে বলিউড এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নিজের অভিনয়ের জন্য তো তিনি বরাবরই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ডিস্কো ডান্সার হিসেবে তার জনপ্রিয়তা অনেকদূর ছড়িয়েছে। এছাড়াও আজ রাজনীতির জগতে আলাদা পরিচিতি তৈরি করেছেন। 
প্রসঙ্গত এই অভিনেতাকে নাকি একসময় গায়ের রং নিয়ে নানান ধরনের কটু কথা শুনতে হয়েছিল। গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে কঠিন সময়ের কথা স্মরণ করলেন মিঠুন। সেলিব্রেটিং ডিস্কো কিং-এর বিশেষ পর্বে পদ্মিনী কোলপুরির পাশাপাশি হাজির ছিলেন তিনিও।
সম্প্রতি এ দিন মঞ্চে এসে মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে আমি চাই আর কারও সঙ্গে যেন এমনটা না ঘটে। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। এমনও দিন গিয়েছে না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম। ভাবতাম ওবেলা কী খাব। কোথায় ঘুমাবো। কতদিন ফুটপাথে শুয়ে ঘুমিয়ে পড়েছি।’ অভিনেতা কখনোই চান না তাকে নিয়ে কোন বায়োপিক তৈরি হোক। কারণ তিনি সেই সময় যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন কেউ সেটা সহ্য করতে পারবেনা। তিনি আরো বলেন ‘এটাই একমাত্র কারণ, আমি চাই না আমার বায়োপিক কখনও তৈরি হোক! আমার গল্প কখনই কাউকে অনুপ্রাণিত করবে না, বরং আরও ভেঙে ফেলবে (মানসিকভাবে)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad