রাতদিন ওয়েবডেস্ক শুক্রবার চিৎপুরে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারল দুষ্কৃতীরা, তাও আবার ভরা রাস্তার মাঝে। শুক্রবার চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে দুই যুবকের মধ্যে হঠাৎ করেই লাগে বচসা। সেই বচসা থেকে বেঁধে যায় হাতাহাতি। বচসা চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারেন আরেক যুবক। প্রকাশ্য রাস্তার মধ্যেই চলছিল তাদের মধ্যে এই দ্বন্দ্ব। এরই মাঝে হঠাৎ করে এক যুবক আরেক যুবকের গলার মধ্যে কোপ বসিয়ে দেন। এমন সময় আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। পরে মৃত্যু হয় ওই যুবকের। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম শেখ দিলবর। তবে যে যুবক তাকে ধারালো অস্ত্রের আঘাত করেছে তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। অভিযুক্ত পলাতক কি কারনে এই হামলা করল তা খতিয়ে দেখছে পুলিশ।
খাস কলকাতায় সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি দুই যুবকের মধ্যে গন্ডগোল চলছিল এমন সময় হঠাৎ করে একজন অপরজনের গলায় কোপ বসিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শেখ দিলবর। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যান আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে আর শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। কি কারনে এই হামলা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিন কয়েক আগে মানিকতলাতেও এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। গ্যারেজে মদের আসর এবং জুয়ার ঠেকে গন্ডগোল আর সেখান থেকেই ওই হামলা ছড়ায় বলে অভিযোগ। ঘটনার ৫ দিন পর চার অভিযোগকে গ্রেফতার করে পুলিশ। তারাপীঠের একটি লজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে আজ যুবককে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চিৎপুরে। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।