Type Here to Get Search Results !

ফের মার্কিন মুলুকে প্রাণ হারাল ভারতীয়

রাতদিন ওয়েবডেস্ক : দুই সপ্তাহও হয়নি, তাঁর মধ্যেই গেল তরতাজা প্রাণ। ওহায়ো প্রদেশে গাড়ির ভিতর গুলিবিদ্ধ হয়ে এক ২৬ বছরের ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেল এবার। ২৬ বছরের আদিত্য আদলাখা, ‘সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়’-এ আণবিক ও উন্নয়নমূলক জীববিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। সিনসিনাটি মেডিক্যাল স্কুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খবরটি প্রকাশ্যে আনা হয়। সেখানে বলা হয়, আদিত্য আদলাখার ‘আকস্মিক’ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। যারা এই কাজ করেছে, তাদের শুভবুদ্ধির অভাব রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।ঘটনাটি অবশ্য খুব সাম্প্রতিক নয়। সূত্রপাত ঘটেছিল ৯ নভেম্বর। ওই দিন ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্ট থেকে এক গাড়ির চালক সিনসিনাটি পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, ওই এলাকায় গুলির ছিদ্র থাকা 



একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার ভিতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিও আছেন। পুলিশ এসে আদিত্য আদলাখাকে সেখান থেকে উদ্ধার করে ইউসি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুই দিন পর, সেখানেই প্রাণ হারায় সে।তবে দুঃখের বিষয় হল, আদিত্যর মৃত্যুর পর অনেকগুলো দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত তদন্তের কোনও গতি নেই। তদন্তে জানা গিয়েছে, ৯ নভেম্বর ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ যখন আদিত্যকে উদ্ধার করেন, তখন তাঁর গাড়িটি প্রাচীরে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। তার থেকে পুলিশের অনুমান দুষ্কৃতীরা সম্ভবত তাকে তাড়া করেছিল। এখনও পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি বলেই সূত্রের খবর।মার্কিন ভারতীয় সম্প্রদায়ের অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে সেই দেশে ক্রমে ভারতীয়দের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে। আদিত্য আদলাখও সম্ভবত ‘হেট ক্রাইম’-এরই শিকার হয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad