রাতদিন ওয়েবডেস্ক : কথায় বলে জলের অপর নাম জীবন কিন্তু এই জীবন নিয়ে টানাটানি পড়েছে ধূপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন ধূপগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ বারবার পৌরসভাকে জানানোর পরেও কোন সূরাহা হচ্ছে না। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়তে থাকে বাসিন্দাদের মনে। তাই এবার রীতিমতো জলের বালতি কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বাসিন্দারা।পুরুষ ও মহিলারা নির্বিশেষে এই বিক্ষোভে সামিল হন প্রত্যেকে। পানীয় জলের সমস্যায় বিক্ষোভ দেখান ধূপগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে। জলের দাবিতে হাহাকার পড়ে গিয়েছে হাতে প্ল্যাকার্ড এবং খালি বালতি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অভিযোগ পানীয় জলের কল থাকলেও সেখানে আসে না জল।
সেই ভরসা করতে হয় প্রতিবেশীর বাড়ির কুয়ো কিংবা টিউবওয়েলের ওপর। মাত্র তিনটি টিউবয়েল এবং কুয়ো রয়েছে। সেগুলি থেকে হাজার হাজার মানুষকে জল নিতে হয়।স্থানীয়দের বিক্ষোভের ফলে আটকে পড়ে রাস্তায় যান চলাচল। দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় ওই রাস্তায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে তাদের সঙ্গে কথা বললে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও তাদের দাবি পূরণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের জয়ের পরেই মুখ্যমন্ত্রী ঘটা করে ধুপগুড়ি মহকুমা ঘোষণা করেছিলেন। অথচ সেই মহকুমা এলাকায় ধুপগুড়ির নয় নম্বর ওয়ার্ডে এই অবস্থা। জল নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছে। গোটা বিষয়টি প্রশাসনের গোচরে আনতে চাইছেন স্থানীয় বাসিন্দারা