রাতদিন ওয়েবডেস্ক : ভুল ইঞ্জেকশনে প্রাণ হারাল এক দেড় মাসের শিশু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল রায়গঞ্জের গোয়ালপাড়া সুস্বাস্থ্যকেন্দ্রে। এরপরই সুস্বাস্থ্যকেন্দ্রের কর্মীর সঙ্গে শিশুর পরিবার-পরিজনদের সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীকে। টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয় তাঁকে।বুধবার দেড় মাসের শিশুকে পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু তারপরই অসুস্থ বোধ করতে থাকে ওই শিশু। শুক্রবার সকালে শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ গোয়ালপাড়া সুস্বাস্থ্যকেন্দ্রে মৃতের পরিবার-পরিজন সহ স্থানীয়রা ভাঙচুর চালান।
বেধড়ক মারধর করা হয় স্বাস্থ্যকর্মীকে। খবর পেয়ে সেখানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই প্রসঙ্গে ওই শিশুর বাবা উত্তম বর্মন বলেন, “আমার দেড় মাসের ছেলে সুস্থ ছিল। তার কোনও রোগ ছিল না। গতকাল একসঙ্গে তিনটি ইনজেকশন দেওয়ার পর সে ঝিমিয়ে পড়তে শুরু করে। আমরা স্বাস্থ্যকর্মীকে জানালে বলা হয় একসঙ্গে তিনটি ইনজেকশন দেওয়া হয়েছে সেই জন্যে সে ঝিমিয়ে পড়ছে। এক রাতই নাকি সে এরকম করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। শুক্রবার আমার সন্তানকে হারিয়েই ফেললাম। আমরা চাই ওই স্বাস্থ্যকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক”।এদিকে ওই অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর কথা অনুযায়ী, “সে ঠিকঠাকই ওষুধ প্রয়োগ করেছিল। কি করে এমন হল বোঝা যাচ্ছে না”। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকার উপপ্রধান ভবানন্দ বর্মন। একই সাথে দ্রুত তদন্ত হোক চেয়েছেন তিনি। একই সাথে, রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, শিশুর পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। হলে তা খতিয়ে দেখা হবে।