রাতদিন ওয়েবডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জুন মাসে মাত্র ৩ টি সরকারি বাসে পরীক্ষামূলক ভাবে যন্ত্র বসিয়েছিল পরিবহণ দফতর। আর তাতে মিলেছে সাফল্য। এবার পুজোর পর ৫১ টি সরকারি বাসে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর কাজ শেষ করল পরিবহন দফতর। তাদের লক্ষ্য কলকাতার বুকে চলা ডিজেল চালিত ৬৭৫ টি বাসের মাথায় দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো। সেই কাজ শেষ হলে রাজ্য জুড়ে চলা ২০০০ সরকারি ডিজেল চালিত বাসেই বসবে বাস রুফ মাউন্টেন এয়ার পিউরিফিকেশন সিস্টেম বা BRMAPS.এখন প্রশ্ন হচ্ছে, কি এই সিস্টেম? কিভাবে তা কাজ করে ? কলকাতার বায়ুদূষণ রোধে গত জুন মাসে এই বিশেষ যন্ত্র পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রথম তুলে ধরে। তিলোত্তমার বায়ুদূষণ রোধে এই নয়া প্রযুক্তি রাজ্য পরিবহন দফতরের নজরে পরে।
শহরের দূষণের মাত্রা সঠিকভাবে পরিমাপ করতে গোটা দেশে প্রথমবার গত অগাস্ট মাসে শহরের ৩ টি ডিজেল চালিত সরকারি বাসের ছাদে বসানো হয় ‘বাস রুফ মাউন্টেড এয়ার পিউরিফিকেশন সিস্টেম’ নামের এক বিশেষ ধরনের যন্ত্র।এই যন্ত্রের মাধ্যমে যাত্রী নিয়ে চলার সময় যাতায়াতের পথে দূষণের মাত্রা পরিমাপ করতে করতে যাবে বাসগুলি। তথ্য সংগ্রহের পর তা দ্রুত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওযা হবে। এই বিশেষ যন্ত্রে বসানো থাকছে একটি এয়ার ফিল্টারও। ওই এয়ার ফিল্টারটি দূষিত বাতাস শুষে নিয়ে পরিশুদ্ধ বাতাস ছড়িয়ে দিতে সক্ষম হবে।প্রথমে পরীক্ষামূলক ভাবে মাত্র ৩ টি বাসে বসানোর পর এই ফলাফল দেখে খুশি হয় পরিবহণ দফতর। দুর্গাপুজো মিটতেই এটিকে পাইলট প্রোজেক্ট হিসেবে হাতে নেয় পরিবহণ দফতর। ইতিমধ্যেই ৫১ টি বাসে এই ডিভাইস লেগে গেছে। আর সেখান থেকেও ভালো সাড়া মিলবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।