বর্তমানে হিন্দি টেলিভিশনের জগতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল ইন্ডিয়ান আইডল। এটি ইন্ডিয়ান আইডলের ১৩তম সিজন। এই মঞ্চের মাধ্যমে কত গায়ক গায়িকা নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন তা গুনে শেষ করা যাবে না।
প্রসঙ্গত যারা নিজেদের সুরেলা কণ্ঠের মাধ্যমে মুগ্ধ করে বিচারকদের। প্রতি সিজনের মতো এই সিজনেও বাংলা থেকে এসেছে এক ঝাঁক প্রতিযোগী। যারা প্রতিদিনই নিজেদের গানের মাধ্যমে দর্শকদের অবাক করে দিচ্ছেন। এছাড়াও প্রতি সপ্তাহতেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথিরা উপস্থিত থাকেন।
গত সপ্তাহ তে ইন্ডিয়ান আইডলের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বরুণ ধাওয়ান এবং কৃতি শান্যন।
সম্প্রতি সেদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে ছিল মায়েদের জন্য স্পেশাল এপিসোড। আর প্রত্যেকের কন্ঠে গান শুনে মুগ্ধ হয়েছেন বিচারকেরা এবং তাদের মুখে তাদের মায়েদের যুদ্ধের কথা শুনে ছল ছল করে উঠেছে প্রত্যেকের চোখ। আর সমস্ত প্রতিযোগীর মধ্যে থেকে বাংলার মেয়ে দেবস্মিতা রায়ের গল্প আকর্ষণ করেছে সবাইকে।
‘থ্যাঙ্ক ইউ মা’ স্পেশ্যাল এপিসোডে বঙ্গ তনয়া দেবস্মিতা ‘তু কিতনি আচ্ছি হ্যায়’ গানটি গেয়েছিলেন। আর দেবস্মিতার গলায় ঐদিন গান শুনে প্রত্যেকেরই চোখ ছল ছল করে উঠেছে। বরুণ ধাওয়ান দেবস্মিতার গানের শেষে নিজে জানান যে তিনি দেবস্মিতার গানের অনেক বড় ভক্ত। দেবস্মিতার গান শেষ হওয়ার পর বরুণ তাঁকে বলেন, ‘আমি যখন জানতে পেরেছিলাম যে তুমি তোমার মায়ের জন্য ওয়াশিং মেশিন কিনতে চাও, তখন আমি নিজেই ঠিক করে ফেলেছিলাম যে ওটা তোমায় উপহার করব। কিন্তু এখানে আসার পর জানতে পারি তুমি নিজেই সেটা কিনে ফেলেছো।
