রাতদিন ওয়েবডেস্ক : দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ , আমেদাবাদ, লখনউ, পুণে এরপর তিলোত্তমায় পা রাখলেন পঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। শনিবার তাঁর গানের অনুষ্ঠান করার জন্য কলকাতায় এসেছেন তিনি। তাঁর অনুষ্ঠান দেখতে চাওয়ার জন্য কাতর আর্জি জানালেন এক অনুরাগী। পঞ্জাবি পপস্টারের গানের অনুষ্ঠানের টিকিট পাওয়া দায়। ৩০ নভেম্বর তিলোত্তমাই তাঁর অনুষ্ঠানের জন্য ২৭ নভেম্বরই কলকাতায় এসেছেন দিলজিৎ। অনুষ্ঠান দেখতে চেয়ে মনিন্দর নামের এক অনুরাগী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,'আপনার অনুষ্ঠান দেখার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি।
অবশেষে যখন কলকাতায় আপনার অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটাও টিকিট পেলাম না। নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল। ৩০ শে নভেম্বরের অনুষ্ঠানের জন্য দুটি টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমি আর বোন অনুষ্ঠান দেখতে যাবো।' এমন আর্জি শুনে উত্তর না দিয়ে থাকতে পারেননি গায়ক।এক্স হ্যান্ডেলে সকললের সাথে সেই খবর ভাগ করে নিয়েছেন এবং তিনি লিখেছেন,' আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।'পপস্টারের অনুষ্ঠান দেখার জন্য মরিয়া হয়ে আছে তাঁর অনুরাগীরা। তাঁর অনুরাগীদের মধ্যে যারা টিকিট পাননি তারা তাঁদের হতাশার কোথাও জানিয়েছেন।