রাতদিন ওয়েবডেস্ক: নামখানা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলের মিনি ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘাস পোড়াতে গিয়ে জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ এবং দমকল বাহিনী। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি মনসুর আলীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
জঙ্গলে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় থানা এবং দমকলে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোয় কাকদ্বীপ থানা,দমকল ও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা । দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।